আলীনগর ইউনিয়নের অন্যতম প্রধান চা বাগান হচ্ছে আলীনগর চা বাগান, এছাড়া বাগানে আরও ফাড়ি দুটি চা বাগান রয়েছে - সুনছড়া চা বাগান ও কামারছড়া চা বাগান । মৌলভীবাজার জেলার শ্রীমংগল অঞ্চলের অন্যতম বৃহৎ চা বাগান হিসেবে পরিচিত এই বাগানগুলো । চা বাগানগুলোতে অনেক চা উৎপাদন করে যেমন দেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম তেমনি উক্ত বাগানগুলোতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছে হাজার হাজার শ্রমিক ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস