ক) নাম- ০৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন- ৩৭.৩৪ বর্গ কি:মি:
গ) লোকসংখ্যা: আনুমানিক ২৯,১১১জন (২০১১ সালের আদমশুমারী অনুসারে)
ঘ) গ্রামেরসংখ্যা: ২২টি
ঙ) মৌজারসংখ্যা: ১৬টি
চ) হাট/বাজারেরসংখ্যা- ৪টি
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, রিকসা,
জ) শিক্ষার হার: ৯০.১%
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৮টি
ঞ) উচ্চবিদ্যালয়- ২টি নিম্নমাধ্যমিক-১টি (জুনিয়রস্কুল১টি)
ট) মাদ্রাসা- ১টি
ঠ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব, মো: নিয়াজ মোর্শেদ রাজু
ড) ইউপি নতুন ভবন স্থাপিতকাল: ২০১৩
ঢ) নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ: ১০.০২.২০২২ ইং
প্রথম সভার তারিখ: ১৭.০২.২০২২ ইং
মেয়াদ উত্তীর্নের তারিখ: বর্তমান
ণ) গ্রাম সমূহের নাম: কামারছড়া পুনজি, কামারছড়া চা বাগান, জাঙ্গালীয়া, আলীনগর চা বাগান, আলীনগর বস্থী, মথুরাপুর, গকুলনগর, ঘোষপুর(কালীপুর) কামুদপুর, গবিন্দপুর, জালালীয়া, নছরতপুর, রাজকান্দি, রামেশ্বরপুর, মংগলপুর, শ্রীনাথপুর, বারামপুর, যোগীবিল, তিলকপুর, ফুলতলী, সুনছড়া চা বাগান, চিতলীয়া।
থ) ইউনিয়নপরিষদেরজনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ০১জন
ইউনিয়ন গ্রাম পুলিশ : ১০জন
ইউনিয়ন পরিষদ উদ্দোক্তা : অনন্ত চন্দ
চেয়ারম্যানেরনাম |
মেয়াদকাল |
রতিশ দত্ত |
১৯৬২-১৯৬৭ |
একে মন্নান |
১৯৬৭-১৯৭২ |
মোহাম্মদ আলী |
১৯৭২-১৯৭৭ |
মোহাম্মদ আলী |
১৯৭৭-১৯৮৩ |
হাফিজ উল্যা |
১৯৮৩-১৯৮৮ |
মোহাম্মদ আলী |
১৯৮৮-১৯৯২ |
হাফিজ উল্যা |
১৯৯২-১৯৯৭ |
মো: ফজলুলহক বাদশা |
১৯৯৭-২০০২ |
মো: ফজলুলহক বাদশা |
২০০৩-২০১০ |
মো: ফজলুলহক বাদশা |
২০১১- ২০১৬ |
মো: ফজলুলহক বাদশা | ২০১৬- ২৪-০১-২০২২ |
মো: নিয়াজ মোর্শেদ রাজু
|
২০২২-বর্তমান
|
আলীনগরইউনিয়নপরিষদ
* আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
*অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্ থেবিভিন্ন পদক্ষেপ গ্রহণকরা।
*কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটিরশিল্প, সেচ যোগাযোগ।
*পরিবার পরিকল্পনা কার্য ক্রমের প্রসার ঘটানো।
*স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
*জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ।
*ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ
বিষয়ে সুপারিশ করা।
*স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
*জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুকওদুস্থদেরনিবন্ধনকরা।
*সবধরনের শুমারী পরিচালনা।
বিভিন্ন সমস্যার সমাধান, গ্রামআদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্পবাস্তবায়ন, বিভিন্ন সেবাপ্ রদান, নাগরিকসনদ, ওয়ারিশসনদ, মৃত্যুসনদ সহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলারক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস