Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
তাঁতশিল্পে আলীনগর
Details

আলীনগর ইউনিয়নের শিল্পসমূহের মধ্যে অন্যতম হচ্ছে তাঁত শিল্প । ইউনিয়নের মংগলপুর ও তিলকপুর এবং চিতলীয়ার অনেক জায়গায় তাঁর তৈরী কাপড় ও বিভিন্ন বস্ত্র তৈরী করা হয়। এছাড়া চিতলীয়া, যোগীবিল, তিলকপুর, গ্রামের অধিকাংশ লোক বেতের তৈরী বিভিন্ন শিল্পসমূহ তৈরী করে জীবিকা নির্বাহ করছে । এছাড়া কামারছড়া খাসিয়া পুঞ্জির পান চাষ অন্যতম ।