পাহাড়ের অরন্যে ঘেরা প্রাকৃতিক সুন্দোর্যের নয়নাভিরাম, চা বাগানের মনোরম দৃশ্য, শিক্ষা-শিল্প-সাহিত্য-সংষ্কৃতির পাদপীঠ আলীনগর প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ ইউনিয়ন হিসাবে কমলগঞ্জ উপজেলায় সুপরিচিত । আলীনগরের মনিপুরি তাঁত শিল্প, পান পুঞ্জি, কুটির শিল্প, মৃত ও কারু শিল্প, বাস ও বেতের তৈরী আসবাবপত্র, বিভিন্ন রকমের পাটি তৈরী, ইত্যাতি স্ব-স্ব ঐতিহ্যে স্বকীয়তা আজও বজায় রেখেছে । ধর্মীয় অনুষ্ঠানপালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান। কালের বিবর্তনের ধারায এসেছে অনেক কিছু, অনেক কিছু গেছে হারিয়ে, হারায়নি এখানকার মানুষের আন্তরিকতাপুর্ন আতিয়তা ও সামাজিক সম্প্রীতি ।
ক) নাম- ০৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন- ৩৭.৩৪ বর্গ কি:মি:
গ) লোকসংখ্যা: আনুমানিক ২৯,১১১ জন (২০১১ সালের আদমশুমারী অনুসারে)
ঘ) গ্রামেরসংখ্যা: ২২টি
ঙ) মৌজারসংখ্যা: ১৬টি
চ) হাট/বাজারের সংখ্যা- ৪টি
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, রিকসা,
জ) শিক্ষার হার: ৫০.১% (২০১১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৮ টি
ঞ) উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক-১টি (জুনিয়রস্কুল১টি)
ট) মাদ্রাসা- ১টি
ঠ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব, মো: ফজলুল হক বাদশা
ড) ইউপি নতুন ভবন স্থাপিতকাল: ভবন নির্মানকাজ চলছে।
ঢ) নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ: ০৯.০৮.২০১৬ইং
প্রথম সভার তারিখ: ১০.০৮.২০১৬ইং
মেয়াদ উত্তীর্নের তারিখ: বর্তমান
ণ) গ্রামসমূহের নাম: কামারছড়া পুনজি, কামারছড়া টি. জি. জাঙ্গালীয়া, আলীনগর চা বাগান, আলীনগর বস্থী, মথুরাপুর, গকুলনগর, ঘোষপুর(কালীপুর) কামুদপুর, গবিন্দপুর, জালালীয়া, নছরতপুর, রাজকান্দি, রামেশ্বরপুর, মংগলপুর, শ্রীনাথপুর, বারামপুর, যোগীবিল, তিলকপুর, ফুলতলী, সুনছড়া চা বাগান, চিতলীয়া ।
থ) ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩ জন
ইউনিয়ন পরিষদ সচিব: ০১ জন
ইউনিয়ন গ্রাম পুলিশ : ১০ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS