Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আলীনগর

কালের স্বাক্ষী হয়েদাড়িয়ে আছে ২২টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত আলীনগর ইউনিয়নপরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালনও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান ।

     ক) নাম-  ০৬ নং আলীনগর ইউনিয়নপরিষদ

খ) আয়তন-   ৩৩.০৯বর্গ কি:মি:

গ) লোকসংখ্যা: আনুমানিক ২৯,১১১ জন

ঘ) গ্রামেরসংখ্যা:  ২২টি

ঙ) মৌজারসংখ্যা:    ১৬টি

চ) হাট/বাজারেরসংখ্যা- ৪টি

ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা-  সিএনজি, রিকসা, মোটরসাইকেল, সাইকেল,   মাধ্যমে

     জ) শিক্ষার হার: ৫০.১% (২০১১সালের আদমশুমারী অনুসারে)

ঝ) সরকারীপ্রাথমিকবিদ্যালয়েরসংখ্যা-   ১৮টি

ঞ) উচ্চবিদ্যালয়- ২টিনিম্নমাধ্যমিক-১টি (জুনিয়রস্কুল১টি)

ট) মাদ্রাসা-  ১টি

ঠ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব, মো: ফজলুল হক বাদশা

ড) ইউপি নতুন ভবন স্থাপিতকাল: ভবন নির্মান কাজ চলছে।

ঢ) নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ: ০৯.০৭.২০১১ইং

            প্রথম সভার তারিখ: ০৯.০৭.২০১১ইং

 

ণ) গ্রাম সমূহের নাম: কামারছড়া পুনজি, কামারছড়া টি. জি. জাঙ্গালীয়া, আলীনগর চা বাগান, আলীনগর বস্থী, মথুরাপুর, গকুলনগর, ঘোষপুর (কালীপুর) কামুদপুর, গবিন্দপুর, জালালীয়া, নছরতপুর, রাজকান্দি, রামেশ্বরপুর, মংগলপুর, শ্রীনাথপুর, বারামপুর, যোগীবিল, তিলকপুর, ফুলতলী, সুনছড়া চা বাগান, চিতলীয়া ।

ত) ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য:  ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব:  ১ জন

  ইউনিয়ন গ্রাম পুলিশ   : ১০ জন